খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে খুলনা-৪ আসনের মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। তিনি জনগণের আশার প্রতিফলন ঘটাতে এসেছেন। তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। দিঘলিয়া উপজেলার ভৈরব সেতুর কাজ চলমান, স্পেন সরকারের অর্থায়নে আতাই সেতুর কাজ দ্রুতই শুরু হবে। চলতি অর্থ বছরে রাস্তা, ঘাট ও কালভাটের উন্নয়নের কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে খুলনা-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।
সোমবার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া পশ্চিম পাড়া (কলোনী) ভৈরব নদীর ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ দ্বারা বালু ভরাট করে ভাঙ্গন রোধের কাজের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি খান নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড খুলনা এর উপ -বিভাগীয় প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, উপজেলা আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, সহ-প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ রুহুল আমিন, সদস্য কে এম আসাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পানি উন্নয়ন বোর্ড এর এমপি’র দিঘলিয়া উপজেলার প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, সদর ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ হান্নান তালুকদার, শেখ আকরাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইকরামুজ্জামান,উপজেলা যুবলীগ এর সহ-সভাপতি শেখ রিয়াজ হোসেন, যুগ্ম -সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ- সম্পাদক হাচান মাহমুদ রাকিব, শেখ সাইদুর রহমান, সদর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ও ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পাখি বেগম, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড মেম্বার শেখ শাহাবুদ্দিন, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, যুগ্ম আহবায়ক মোঃ আলামিন শেখ, সদর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ জিল্লুর রহমান, ৫নং ওয়ার্ড মেম্বার খান বিপ্লব হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান মান্দার হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুছা বাদল, আসাদ শেখ, শিবলু শেখ, রাজিব শেখ, আশিক প্রমূখ।