জেলা প্রশাসনকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষন ও মূল্যায়ন এর দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বক্কার সিদ্দিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী, মন্জুরুল ইসলাম, সড়ক ও জন পথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আদেশটি অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায় সারা দেশের প্রকৌশলীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী প্রদান করেন।