চ্যানেল খুলনা ডেস্কঃ জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রবিবার দুপুরে খুলনা সার্কিট হাউজে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কৃষকদের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিরতণ করেন।
পিপিই বিতরণকালে জনপ্রশাসন সচিব বলেন, জীবনের সুরক্ষা সবার আগে। করোনাভাইরাস মোকাবেলায় যাঁরা সম্মুখে থেকে য্দ্ধু করছেন তাঁদের সুরক্ষা জরুরি। চিকিৎসাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী, সংবাদকর্মীরা অসীম সাহসিকতার সাথে তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা যেন কোন অবস্থাতেই কোভিড-১৯ এ আক্রান্তদের প্রতি অমানবিক আচরণ না করি। একটু সহানুভূতি তাদের মনোবল বৃদ্ধিতে অনেক সহায়ক হবে।
তিনি পিপিই-এর সঠিক এবং প্রয়োজনমতো ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, সকলের নাইন্টি ফাইভ কোয়ালিটির মাস্ক পরার দরকার নেই। শুধুমাত্র চিকিৎসাকরা এটা ব্যবহার করবেন। সকলের সচেতনতা ও সতর্কতাই বেশি প্রয়োজন।
পিপিই বিতরণকালে খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, কৃষক সংগঠন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পিপিই তুলে দেন।