খুলনা অফিসঃজার্মান ভিত্তিক উন্নয়ন সংস্থা জিআইজেড-এর প্রতিনিধিদের সাথে কেসিসি কর্তৃপক্ষের এক সভা সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি) প্রকল্পের আওতায় বস্তি উন্নয়ন বিষয়ক রিভিউ মিশনে প্রতিনিধি দলটি বর্তমানে খুলনা সফর করছে। নগরীতে বসবাসরত জলবায়ু উদ্বাস্তুদের জীবনমান উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভায় সিটি মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে খুলনা আজ বিশ্বে অন্যতম ঝুঁকিপূর্ণ শহরে পরিণত হয়েছে। আইলা এবং সিডর নামক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মত প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এলাকার দুর্যোগ পীড়িত মানুষ প্রতিনিয়তই জীবন জীবিকার তাগিদে খুলনা মহানগরী এলাকায় এসে ছিন্নমূল মানুষ হিসেবে বসবাস করছেন। এইসব ছিন্নমূল মানুষ জলবায়ু উদ্বাস্তু হিসেবে পরিচিত। তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদা পূরণে খুলনা সিটি কর্পোরেশন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। এই উন্নয়ন প্রচেষ্টায় দাতা সংস্থাগুলিকে কেসিসি’র পাশে দাঁড়ানোর জন্য সিটি মেয়র প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।
ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ সার্বিক জীবন মান উন্নয়নে কেসিসি’কে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে মর্মে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়।
রিভিউ মিশন টিমের টীম লিডার হরস্ট ম্যাথিউস, সদস্য বারবারা আনা রোহরেজার, উইলফ্রাইড ইসদার্ত কপার এবং লিপি শেঠ, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, শেখ মোঃ মাসুদ করিম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।