জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকি ও জাতিয় শোক দিবস উপলক্ষে ১ নং জলমা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড, রাঁজবাঁধ চৌরাস্তায় আওয়ামী লীগ অফিসে সাবেক চেয়ারম্যান মোঃআঃগফুর মোল্লার নেতৃত্বে এক দোয়ার অনুষ্ঠান ও দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি কাজী নাছির উদ্দীন, হরিন টানা থানার এস,আই,অলোকেশ চন্দ্র তরফদার, ২নং ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম, ১নং ওয়ার্ড সাবেক সদস্য সুশান্ত কুমার দাস, নিখিল চন্দ্র বিশ্বাস, বিশ্বজিৎ গোলদার,বিপ্লব মন্ডল, পরিতোষ বিশ্বাস, মোঃ রাজ্জাক আলী মোল্ল্যা,দিগন্ত মল্লিক, পলাশ মন্ডল, মিরাজ শেখ, মহাদেব দাস,ছাত্র লীগ নেতা রিফাত,ইমন বিশ্বাস, মনোজ কুমার রায়সহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।