খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কোষাধ্যক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কোষাধ্যক্ষ এম,ডি অসীমের নেতৃত্বে খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্টার ও ক্যামেরাম্যান যৌথভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জি.এম সাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বি.এম মাহমুদ হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত রুমি, এস.এ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, চ্যানেল এস প্রতিনিধি আব্দুর রাজ্জাক শেখ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ও ইন্ডিপেনডেন্ট টিভির আরাফাত হোসেন অনিক,দেশ টিভির মেহেদী হাসান পলাশ,দৈনিক তথ্য”র নিজস্ব প্রতিবেদক হাসানুর রহমান তানজির, খুলনা গেজেট এর আজিজুর রহমান, সাংবাদিক নাজিম সরদার, মোসারফ হোসেন,শাহারিয়ার হোসেন মানিক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তরিকুল ইসলাম,ছাএ নেতা সাইদ হোসেন রাজ ,করিমুল ইসলাম,আব্দুর রহিম। এছাড়া গোপালগঞ্জ জেলা ছাএলীগের নেতাকর্মী, খুলনায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং তার পরিবারের সদস্যদের ও দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।-খবর বিজ্ঞপ্তি