মোংলা বন্দরের জাতীয় শোক দিবসের মাসব্যপি কর্মসূচি পালনের অংশ হিসাবে শুক্রবার (২৬ আগস্ট ২০২২) নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এসময় তার সাথে ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (হারবার ও মেরিন), মো: ইমতয়িাজ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন), মোংলা বন্দর র্কতৃপক্ষের উচ্চপদস্থ র্কমর্কতাগণ, নৌ-পরিবহণ মন্ত্রণালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগন।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পাঠ ও মোনাজাত করা হয়।