খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ০৮ মার্চ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, সহ-সাধারণ সম্পাদক ড. মীর্জা মোঃ শাহরিয়ার মাসউদ, কোষাধ্যক্ষ মোঃ মেহরাব হোসেন, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু সাফায়েত। এছাড়া, প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, প্রফেসর ড. সোবহান মিয়া, প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।