সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জাতিসংঘে ইমরান খানের ভাষণ ৯২ সালের বিশ্বকাপ জয়ের মতোই স্মরণীয় হয়ে থাকবে | চ্যানেল খুলনা

জাতিসংঘে ইমরান খানের ভাষণ ৯২ সালের বিশ্বকাপ জয়ের মতোই স্মরণীয় হয়ে থাকবে

আন্তর্জাতিক ডেস্কঃশুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে পাকিস্তানের ইমরান খানের দেয়া বক্তব্যের বড় অংশটাই কাশ্মীর ইস্যু নিয়ে ছিল। সেখানে তিনি কাশ্মীরিদের ওপর ভারতীয় জুলুম-নির্যাতনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। কাশ্মীরিদের স্বাধীনতার বিষয়টি জাতিসংঘকে স্মরণ করিয়ে দেন। প্রায় দুই মাস ধরে চলা কারফিউর বিষয়ে তিনি কথা বলেন। কারফিউ বাতিল হলে কাশ্মীরে রক্তগঙ্গা বইবে বলেও তিনি বিশ্ব নেতাদের জানান।

বক্তব্যে ইমরান খান কাশ্মীর ইস্যু ছাড়াও ইসলামোফোবিয়া, জলবায়ু পরিবর্তন, অর্থ প্রাচারের বিষয়গুলো নিয়ে কথা বলেন।ইমরান খানের এই বক্তব্যকে ঐতিহাসিক বলে মনে করছেন পাকিস্তানের বিশিষ্টজনরা। ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া পাকিস্তানের সাবেক এ অধিনায়কের বক্তব্যকে অনেকেই তুলনা করেছেন বিশ্বকাপ জয়ের সংঘে।পাকিস্তারে জনপ্রিয় সংবাদ মাধ্যম ডন হেডলাইন করেছে ‘জাতিসংঘে ইমরান খানের ভাষণ ৯২ সালের বিশ্বকাপ জয়ের মতোই স্মরণীয় হয়ে থাকবে।’

জাতিসংঘে দেয়া ভাষণে ইমরান খান কাশ্মীর ইস্যুতে বিশ্বকে সতর্ক করে বলেন, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র মুখোমুখি অবস্থানে আছে। যে কোন কিছু ঘটে যেতে পারে। বিশ্ব নেতৃবৃন্দের এখন সিদ্ধান্ত নিতে হবে। তারা কি ১২০ কোটির অর্থশালী ভারতের পাশে দাঁড়াবে, না মানবতার পক্ষে দাঁড়াবে।

পাক প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্র তার থেকে ৭ গুণ ছোট একটা রাষ্ট্রকে এই অবস্থায় নিয়ে যায় যে, হয়তো আত্মসমর্পণ কর, না হয় মৃত্যু পর্যন্ত স্বাধীনতার জন্য যুদ্ধ কর। তখন আপনারা কি করবেন? আমি প্রায় নিজেকে নিজেই এই প্রশ্ন করি। এবং আমি বিশ্বাস করি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। আমরা লড়বো শেষ পর্যন্ত লড়বো। যখন কোনও পারমাণবিক শক্তিধর দেশ শেষ অবধি লড়াই চালিয়ে যায় তখন এর পরিণাম মানচিত্রের সীমানা ছাড়িয়ে যায়। দুই পরমাণু শক্তিধর দেশের লড়াইয়ের প্রভাব তখন পুরো দুনিয়ার ওপর পড়বে। সমগ্র বিশ্বকে এর ফল ভোগ করতে হবে।

জাতিসংঘকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, আপনারা ওয়াদা করেছিলেন যে, কাশ্মীরিদের স্বাধীনতা এনে দেবেন। কিন্তু এখন তারা স্বাধীনতার বদলে নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছে। এখনই সময় পদক্ষেপ নেয়ার। আর প্রথম পদক্ষেপ হচ্ছে কাশ্মীরে ৫৫ দিন ধরে ভারত যে অমানবিক কারফিউ জারি করে রেখেছে, তা বাতিল করতে হবে।

তিনি বলেন, আমি এখানে এসেছি আপনাদের সতর্ক করতে। আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের জন্য এটা একটা পরীক্ষা। ভারতকে সকল বন্দীকে মুক্তি দিতে হবে। বিশেষ করে ১৩ হাজার কিশোরকে, যাদের তারা আটক করেছে, এবং যাদের বিষয়ে কোন তথ্যও তাদের পরিবার পাচ্ছেনা, তাদের মুক্তি দিতে হবে।

ইমরান খান বলেন, মোদী অহংকারে অন্ধ হয়ে গেছেন। অহংকারের কারণে তিনি বুঝতে পারছেন না যে কি সিদ্ধান্ত নিচ্ছেন। মোদী এটা ভাবছেন না যে, যখন কারফিউ শেষ হবে, তখন অবস্থা কি দাঁড়াবে। কাশ্মীরিরা কি চুপচাপ এই সিদ্ধান্ত মেনে নেবে? গত ৭০ বছরে এক লাখ কাশ্মীরি শহীদ হয়েছে স্বাধীনতার জন্য। যে স্বাধীনতা তাদের দেয়ার ওয়াদা করেছিল জাতিসংঘ। খোদ জাতিসংঘের দুইটি রিপোর্ট রয়েছে কাশ্মীরিদের ওপর নির্যাতনের বিষয়ে। কিন্তু তারপরেও দুনিয়া চুপ রয়েছে। কারণ ভারত ১২০ কোটি মানুষের বিশাল মার্কেট।

তিনি বলেন, আফসোসের বিষয় হচ্ছে, অর্থ মানুষের জীবনের চেয়েও দামী হয়ে গেছে। এর ফলাফল খুব খারাপ হবে।

আমি আপনাদের এটা জানিয়ে যাচ্ছি যে, যখন কাশ্মীরের কারফিউ উঠে যাবে, তখন রক্তের বন্যা বয়ে যাবে। কাশ্মীরিরা রাস্তায় নেমে আসবে। কাশ্মীরে ভারতের ৯ লাখ সেনা রয়েছে। যখন কাশ্মীরিরা রাস্তায় নামবে, তখন এই সেনারা রক্তের স্রোত বইয়ে দেবে।

তিনি বলেন, কাশ্মীরিদের পশুর মত তাদের ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। রাজনৈতিক নেতাদের বন্দী করা হয়েছে। এবং কি ভারতপন্থী রাজনৈতিক নেতাদেরও গ্রেপ্তার করা হয়েছে। ১৩ হাজার কাশ্মীরি কিশোরদের গ্রেপ্তার করা হয়েছে। আল্লাহ জানে তারা কোথায় আছে। এই অবস্থায় কারফিউ উঠে যাওয়ার পর কি হবে কাশ্মীরে! তারা রাস্তায় নেমে আসবে। আর ভারতীয় সেনারা তাদের গুলি করবে। ইতিপূর্বেও প্লেটগানের মাধ্যমে অনেককে অন্ধ করে দেয়া হয়েছে।

ইমরান খান সতর্ক করে বলেন, এই অবস্থায় আরো একটি পালওয়ামা কাণ্ড ঘটতে পারে।

ইমরান খান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস-এর আজীবন সদস্য। আর আরএসএস হচ্ছে হিটলার ও মুসলিনীর আদর্শে অনুপ্রাণিত। তিনি বলেন, এই আরএসএসই ১৯৪৮ সালে ভারতের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। মোদী ও আরএসএস ২০০২ সালে গুজরাটে দাঙ্গা লাগিয়ে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল। মোদী এক সময় আমেরিকায় নিষিদ্ধ ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।