জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শিক্ষক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আই এবি কার্যালয় জেলা শাখার সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা জি এম এমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদ মাওলানা মোঃ আল আমিন, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান ও মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগরের সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফে ও জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুল আলম প্রমুখ।
সম্মেলন শেষে আগামী ২০২৫-২০২৬ ইং সেশনের মাওলানা মাহাবুবুল আলমকে সভাপতি এবং মাওঃ মুফতী মিজানুর রহমানকে সিনিয়র সহঃ সভাপতি, এবং মাওলানা জামাল উদ্দীনকে সেক্রেটারী করে জেলাএবং মাওলানা জি এম এমদাদুল হককে সভাপতি মাওলানা হুৃমায়ুন কবিরকে সহ-সভাপতি এবং মোঃ নিজামুদ্দিন মল্লিক সেক্রেটারী করে মহানগর কমিটি গঠন করা হয়।