জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগরের সম্মেলন গতকাল বিকাল ৫টায় জেলা কার্যালয় মহানগর সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফের সভাপতিত্বে ও মাওলানা শাইখুল ইসলাম বিন হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ ওজেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আব্দুস সাত্তার জেলা সেক্রেটারী মাওলানা মাহবুবুল আলম, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আবু সাঈদ, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, শেখ জামিল আহমেদমোহাম্মদ ওমর ফারুক, জিএম নওশের আলী প্রমুখ।
সম্মেলন শেষে মাওঃ শায়খুল ইসলাম বিন হাসানকে সভাপতি ও মাওলানা মাহবুবুল আলমকে সহ-সভাপতি এবং মুফতী হেলালুদ্দীন শিকারী কে সেক্রেটারি এবং মওলানা জালাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি এবং মুফতি রবিউল ইসলাম রাফেকে সভাপতি হাফেজ মওলানা এমদাদুল হককে সেক্রেটারি ও মাওঃ নিজাম উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২০২১-২২ সেশনের জন্য মহানগর কমিটি ঘোষণা করা হয়।