চ্যানেল খুলনা ডেস্কঃআওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল আগামী ১৬ নভেম্বর। সম্মেলন সফল করতে দলের নেতা-কর্মীরা এখন কেন্দ্রমুখী। ফলে দেশের সকল জেলা ও মহানগরীর সম্মেলন স্থগিত করা হয়েছে। আ’লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ১৬ নভেম্বর সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ ধার্য করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর ছিল খুলনা নগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। নগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মীর বরকত আলীকে আহ্বায়ক এবং সরকারি আযম খান কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এম এ নাসিমকে সদস্য সচিব করে সম্মেলন সফলের লক্ষে গঠনও হয়েছিল প্রস্তুতি কমিটি। এরই মধ্যে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণায় নেতৃবৃন্দ এখন ঢাকামুখী। এ কারণে নগর স্বেচ্ছাসেবক লীগসহ দেশের অন্যান্য জেলা ইউনিটের সম্মেলন স্থগিত করা হয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল আজিজ বলেন, ‘আ’লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল ১৬ নভেম্বর। এ কাউন্সিল সফলের লক্ষে দলের নেতা-কর্মীরা এখন সম্মেলনমুখী। ফলে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের আগে সংগঠনের ইউনিটে সম্মেলন হচ্ছে না। যেসব ইউনিটে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল, সেসব ইউনিটের সম্মেলনও স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, সহযোগী এ সংগঠনটির জাতীয় কাউন্সিলের পর পুনরায় বিভিন্ন ইউনিটের সম্মেলনের তারিখ ধার্য করা হবে।