জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের উদ্যোগে ১৫ আগস্ট কালরাতে নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বাদ আছর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রান্না করা খাবার বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মোঃ নূর ইসলাম ফরাজী প্রধান অতিথি হিসেবে এ খাবার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন খান, আবুল হোসেন খান, রতন সাহা, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, যুবলীগ নেতা জালাল মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা জয়নাল ফরাজী। দোয়া পরিচালনা করেন সোনাডাঙ্গা নূরানী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম।-খবর বিজ্ঞপ্তি