চ্যানেল খুলনা ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি ও বাংলাদেশ লেবার পার্টি নেতারা।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার নেতৃত্বে তিন দলের একটি প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, মহাসচিব আবদুল্লাহ আল মামুন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য নাজমুন্নাহার মিনতি, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, শাহজাদি আয়শা সিদ্দিকা, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, পারভেজ হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ।