সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জাপা নেতা কাশেম হত্যা মামলার সাক্ষী ও তার পরিবারকে নিরাপত্তা দেয়ার নির্দেশ আদালতের | চ্যানেল খুলনা

জাপা নেতা কাশেম হত্যা মামলার সাক্ষী ও তার পরিবারকে নিরাপত্তা দেয়ার নির্দেশ আদালতের

খুলনা চেম্বারের সাবেক সভাপতি ও জাপার নগর শাখার সাবেক সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম হত্যা মামলার ৩নং সাক্ষী নিহতের ভ্রাতুষ্পুুত্র শেখ মনিরুজ্জামান এলু ও তার পরিবারকে নিরাপত্তা দিতে সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছে আদালত। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন। গত ২৬ জানুয়ারি আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে শেখ মনিরুজ্জামান এলু মামলা দ্রুত নিষ্পত্তি ও সাক্ষীর পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন।

আজ বৃহস্পতিবার আদালতের নির্দেশনা অনুযায়ী নিজ ও তার পরিবারকে নিরাপত্তা চেয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট আবেদন করেন শেখ মনিরুজ্জামান এলু।
আবেদনপত্রে উল্লেখ করেন, জাপা নেতা কাশেম হত্যায় যিনি বিচারের দাবিতে সোচ্চার ছিলেন তিনিই খুন হয়েছেন। ২৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার শেখ আসাদুজ্জামান লিটু তার জীবদ্দশায় কাশেম হত্যার বিচার চেয়ে আন্দোলন সংগ্রাম করেন। ময়লাপোতা থেকে গল্লামারী পর্যন্ত তিনি অবরোধ কর্মসূচিও আহবান করেন। কাশেম হত্যা মামলায় বিচার চাওয়ায় আসাদুজ্জামান লিটু নিহত হয়। নিহত লিটু জাপা নেতা আবুল কাশেম হত্যা মামলার ২নম্বর স্বাক্ষী। কমিশনার লিটু হাজী বাড়ির শেখ আবুল খায়েরের জ্যেষ্ঠ পুত্র। তিনি ২০০৪ সালের ৩০ আগস্ট নিহত হন। আর শেখ আবুল খায়ের দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১৯৭০ সালের এপ্রিল মাসে খুন হন। শেখ মনিরুজ্জামান এলু নগরীর শেরে বাংলা রোডস্থ হাজী বাড়ির শেখ আবুল খায়েরের মেঝো ছেলে।
প্রসঙ্গত্ব, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল দুপুরে স্যার ইকবাল রোডে বেসিক ব্যাংকের সামনে চিহ্নিত সন্ত্রাসীদের গুলিতে শেখ আবুল কাশেম ও তার ড্রাইভার মিখাইল মারা যান। খুলনা থানায় মামলা দায়ের হলেও পরে মামলাটি তদন্তের দায়িত্ব পড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর। দীর্ঘ তদন্ত করে ১৯৯৬ সালের ৫ মে ১০ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘদিন পর খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী ট্রাইব্যুনালে মঙ্গলবার জাপা নেতা শেখ আবুল কাশেম হত্যা মামলার কার্যক্রম শুরু হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, সাক্ষী ম্যাজিস্টেট সবির আহমেদ চোখে অপারেশন হওয়ায় তিনি স্বাক্ষ্য দিতে আসতে পারেননি। এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

নগরের ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।