চ্যানেল খুলনা ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনা সদর থানা কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা খালেক মুন্সির সভাপতিত্বে এবং মোসারেফ হোসেন এর পরিচালনায় জাসদের অস্থায়ী কার্য্যালয়ে বিকাল ৪.০০টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথীর বক্তব্য প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,খুলনা মহানগর জাসদের সভাপতি খালিদ হোসেন। সভায় বক্তব্য প্রদান করেন মহানগর সাধারন সম্পাদক আরিফুজ্জামান মন্টু,এ্যাড.রুনা লায়লা,সুধীর কুমার মহেশ,শামীমা সুলতানা,মুক্তা ইসলাম,বিভা রানী,আব্দুল করিম,আব্দুল আর মামুন,গৌতম কুমার শীল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে হুমায়ন কবির হিমুকে সভাপতি ও মোসারেফ হোসেনকে সাধারন সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট জাসদ খুলনা সদর থানা কমিটি গঠন করা হয়।-খবর বিজ্ঞপ্তি