সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জিএম সৈকতের পরিচালনায় ব্যতিক্রমী গল্পে নির্মিত হলো একক নাটক ‘হজ্জ’ | চ্যানেল খুলনা

জিএম সৈকতের পরিচালনায় ব্যতিক্রমী গল্পে নির্মিত হলো একক নাটক ‘হজ্জ’

ব্যতিক্রমী গল্পে নির্মিত হলো একক নাটক ‘হজ্জ’ ‘হজ্জ’ শিরোনামে ব্যতিক্রমী নাটক নববিবাহিত বা যারা বিবাহের কথা ভাবছেন তাদের কাছে হানিমুন, ট্যুর বা জমকালো সেলিব্রেশন দীর্ঘদিনের লালিত স্বপ্নের মতো। একটি মেয়েও স্বপ্ন দেখে বিয়ের পর কী কী করবে। আর ছেলেটি তার স্বপ্ন পূরণের সারথি হবে।

এতে হয়তো অনেক টাকা খরচ হয়ে যাবে আর পূরণ হবে শখ। কথাই আছে শখের দাম লাখ টাকা। অথচ একটু ভিন্ন ভাবে জীবনটাকে চিন্তা করলে সাধ এবং সাধ্যের মধ্যে থেকেই ইহকাল ও পরকালের অনেক বড় একটি শখ পূরণ করা যেতে পারে। ধর্মীয় অনুপ্রেরণামূলক এমনি ব্যতিক্রমী গল্পে নির্মিত হলো একক নাটক ‘হজ্জ’। নাটকটির গল্প, নাট্যরূপ ও পরিচালনা করেছেন গুণী নির্মাতা জিএম সৈকত।

ক্যামেরায় ছিলেন দীপু কুমার ও সম্পাদনা করেছেন শিমুল সরকার। বৃহস্পতিবার (৩ জুন) বিকাল পাঁচটায় প্রকৃতি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপ্সরা সূহি ও এসএম শাফায়েত।

বিভিন্ন চরিত্রে দেখা যাবে লুৎফর রহমান রিপন ও মৌসুমী রায়সহ আরও অনেককে। বাংলা নাটকের দাপুটে পরিচালক জিএম সৈকত এ পর্যন্ত শতাধিক নাটক নির্মাণ করেছেন। তবে এটি অন্যান্য নাটকের তুলণায় ব্যতিক্রমী গল্পে নির্মিত বলে জানান তিনি।

এ প্রসঙ্গে জিএম সৈকত বলেন, ‘হজ্জ নাটকের গল্প মূলত সদ্য বিবাহিত এক দম্পত্তির। একই সঙ্গে এমবিবিএস শেষ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। বিয়ের পর দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করা হয়। হঠাৎ মত পরিবর্তন করে মেয়েটি।

দার্জিলিং নয়, তারা মক্কায় যাবে ওমরাহ হজ্জ করতে। যেমন কথা তেমন কাজ। একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেশ কিছু প্রক্রিয়া শেষে মক্কায় পৌঁছায় তারা। তবে এরইমধ্যে বেশ কিছু ঝক্কি-ঝামেলা পোহাতে হয় তাদের। তবে তাদের দৃঢ় মনোবল ও একাগ্রতা সবকিছুকে ছাঁপিয়ে যায়। বাকী গল্প নাটকটি দেখার পরই বোঝা যাবে। আশাকরি ভালো লাগবে।’

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

নামাজি জীবনসঙ্গী খুঁজছেন অভিনেত্রী আইশা খান

রোজার ভাত খাওয়া নিয়ে চটলেন লেখিকা

সমালোচনায় কান দিই না: দীঘি

প্লিজ ভিডিও কইরেন না: কেয়া পায়েল

দেবের পরবর্তী ছবিতেও ইধিকা পাল

শুধু নারী নয়, পুরুষরাও যৌন হয়রানির শিকার হয়: প্রিয়াঙ্কা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।