সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
জিতেও শীর্ষ পাঁচে নেই চট্টগ্রাম আবাহনী | চ্যানেল খুলনা

জিতেও শীর্ষ পাঁচে নেই চট্টগ্রাম আবাহনী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-০ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে। আজকের ম্যাচ দিয়ে লিগের দশম রাউন্ড শেষ হলো। আগামীকাল বুধবার থেকে শুরু হবে এগারোতম রাউন্ড।

দশম রাউন্ড শেষে বসুন্ধরা কিংস দশ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ঢাকা আবাহনী ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেখ জামাল নয় ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, শেখ রাসেল সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। নয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ এক পয়েন্ট নিয়ে ১৩ দলের লিগে সবার শেষে রয়েছে। আরামবাগের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ব্রাদার্স ইউনিয়ন আরমবাগের চেয়ে এক ধাপ ওপরে।

মঙ্গলবার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে মারুফুল হকের শিষ্যরা। রহমতগঞ্জের বিপক্ষে প্রাধান্য বিস্তার করেই খেলেছে তারা। দুয়েকটি আক্রমণ ছাড়া তেমন কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি পুরনো ঢাকার ক্লাবটি। বরং মুহুর্মুহ আক্রমনে তাদেরকে ব্যতিব্যস্ত রাখে বন্দর নগরীর দলটি।

ম্যাচের সাত মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ম্যাথু চিনেদুর গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। তবে মাঝে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মান্নাফ রাব্বি। শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে চট্টলার দলটি। এই জয়ে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে ওঠে এলো চট্টগ্রাম আবাহনী। আট পয়েন্ট নিয়ে নয় নম্বরেই থাকল এক ম্যাচ কম খেলা রহমতগঞ্জ।

বুধবার এগারোতম রাউন্ডের প্রথম দিনেই দুই হেভিওয়েট দল মাঠে নামছে। কিংস তাদের হোম ভেন্যু শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ রাসেলের সঙ্গে লড়বে। ওই সময় ঢাকায় সাইফ স্পোর্টিং খেলবে উত্তর বারিধারার বিরুদ্ধে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

অস্ত্রোপচার করাতে হচ্ছে ইংলিশ তারকার

ফকিরহাটের বেতাগায় চারদলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বিসমিল্লাহ ফিড মিলস লি:

বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা

সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

ফকিরহাট আর্দশ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।