খবর বিজ্ঞপ্তি :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপি কার্যালয়ের সামনে টানানো ব্যানার স্থানীয় আওয়ামী লীগ নেতারা খুলে নেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর ও খানজাহান আলী থানা বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার (২৮ মে) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর ব্যানার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতির বেগ লিয়াকত আলীর নেতৃত্বে শাসক দলীয় একদল দুর্বৃত্তরা খুলে নিয়ে হীন মানসিকতার পরিচয় দিয়েছে। স্থানীয় থানা বিএনপির নেতৃবৃন্দ সৃষ্ট ঘটনার প্রতিবাদ জানালে তারা অশালীন ভাষায় গালিগালাজ, জীবননাশ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে প্রতিহিংসার রাজনীতির পরিচয় দিয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন বর্তমান অবৈধ সরকার ও তার দলের নেতারা ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে এহেন ন্যাক্কারজনক ঘটনার অবতারনা করছে। ওইসব নেতারা বিএনপির রাজনৈতিক কর্মীদেরকে সংঘাতে লিপ্ত হওয়ার পরিকল্পিত উস্কানি দিচ্ছে। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারন করে বলেন, সরকার পতনের শেষ ঘন্টা বেজে গেছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মাধ্যমে গড়ে তোলা অবৈধ সম্পদের পাহাড় গড়ে নিজেদের দাম্ভিকতায় পেশিশক্তি প্রয়োগ করে মসনদ রক্ষা করা যাবে না। ৩০মে যথাযোগ্য মর্যাদায় খুলনা মহানগর জুড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হবে। কর্মসুচিতে কোন ধরনের বাধা আসলে সর্বস্তরের নেতাকর্মীরা তার দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য প্রস্তুত আছে। বিবৃতিদাতারা হলেন, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান আবুল কালাম জিয়া, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আব্দুস সালাম, আলমগীর হোসেন।