“আলোকিত রূপসা” এর আয়োজনে এবং “উইথ সী” এর সার্বিক ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপণী ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় রূপসা রহিমনগর গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপণী দিনে সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। আত্মসচেতনতা ইতিবাচক দৃষ্টিভঙ্গির গঠন এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তরুণ-তরুণীদের জীবন দক্ষতা প্রশিক্ষণটির আয়োজন করে সংগঠনটি। আলোকিত রূপসা’র প্রতিষ্ঠাতা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উইথ সী এর ইমরান জাহান আরাফাতের পরিচালনায় অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক তথ্য’র নিজস্ব প্রতিবেদক ও দৈনিক বাংলা সময়’র খুলনা ব্যুরো প্রধান হাসানুর রহমান তানজির, অনুশীলন মজার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক অলক চন্দ্র দাস, ক্লাউড ইন্সটিটিউট এর এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল ফরহাদ, বিশিষ্ঠ ব্যবসায়ি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। উক্ত অনুষ্ঠানের মূল আহ্বায়ক হিসেবে ছিলেন খলিলুর রহমান। তিন দিনের এ প্রশিক্ষণ প্রদান করেন ট্রেনিং কো অর্ডিনেটর মাহমুদুল ইসলাম সনেট, জুবায়ের হাসান সৈকত, সাব্বির হোসেন সম্পদ, ইমরান জাহান আরাফাত। প্রাথমিক ভাবে মোট ৫৭ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এবং প্রশিক্ষণ শেষে সকলকে সনদ প্রদান করা হয়।-খবর বিজ্ঞপ্তি