সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
জেএসসিতে যশোর বোর্ডে পাসের হারে সাতক্ষীরা প্রথম, খুলনা দ্বিতীয় | চ্যানেল খুলনা

প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৬৭ : তলানীতে কুষ্টিয়া

জেএসসিতে যশোর বোর্ডে পাসের হারে সাতক্ষীরা প্রথম, খুলনা দ্বিতীয়

চ্যানেল খুলনা ডেস্কঃপাসের হার দিক থেকে জেএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। জেলাতে এ বছর পাসের হার ৯৩ দশমিক ৭২ শতাংশ। বিভাগের ১০ জেলার মধ্যে ৯৪ দশমিক ৫০ শতাংশ পাসের হার নিয়ে সাতক্ষীরা জেলা রয়েছে প্রথম স্থানে। আর সব থেকে কম শিক্ষার্থী পাস করেছে কুষ্টিয়া জেলায়। এ জেলায় পাসের হার ৮৮ দশমিক ৭৫ ভাগ। এছাড়া, খুলনা জেলায় পাসের হার ৯৩ দশমিক ৭২ ভাগ, যশোরে ৯১ দশমিক ৬৫ ভাগ, বাগেরহাটে ৯১ দশমিক ৩৬, মাগুরায় ৯০ দশমিক ৭০, মেহেরপুরে ৯০ দশমিক ১৭, ঝিনাইদহে ৮৯ দশমিক ৮৩, চুয়াডাঙ্গায় ৮৯ দশমিক ৯, নড়াইলে ৮৮ দশমিক ৭৯ ভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন এ তথ্য ঘোষণা করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৫ দশমিক ৯২ পাশের হার নিয়ে বোর্ডে শীর্ষে অবস্থান করছে খুলনা জেলা। এ বছর খুলনা জেলা থেকে ৫ হাজার ১৬৭ জন জিপিএ-৫ পেয়েছে।
যশোর বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, খুলনার ৪২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ৩১ হাজার ৯২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫ হাজার ৪৮৪ জন ছেলে এবং ১৬ হাজার ৪৩৮ জন মেয়ে। এর মধ্যে পাশ করেছে ২৯ হাজার ৯১৭ জন। উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৪০৩ জন ছেলে এবং ১৫ হাজার ৫১৪ জন মেয়ে।
জেএসসি পরীক্ষায় এবার খুলনা জিলা স্কুল থেকে ২৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪৫ জন, এ পেয়েছে ১০৫ জন, ফেল করেছে ১ জন ।
খুলনা পাবলিক কলেজে ২১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১২ জন। এ পেয়েছে ৯৮ জন, শতভাগ পাস করেছে।
খুলনা করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ২৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এর মধ্যে ১৯২ জন জিপিএ ৫ পেয়েছে এ পেয়েছে ৭৪ জন। শতভাগ পাস করেছে।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম সিরাজুদ্দোহা বলেন, খুলনার ১ হাজার ১৫৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ৩২ হাজার ৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ হাজার ৭৮২ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৫৬২ জন বালক এবং ১৬ হাজার ২২০ জন বালিকা। মোট জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৬৭ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ২ হাজার ৩৯১ জন বালক এবং ২ হাজার ৭৭৬ জন বালিকা।
খুলনা জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন বলেন খুলনার ৪২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ৩১ হাজার ৯২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫ হাজার ৪৮৪ জন ছেলে এবং ১৬ হাজার ৪৩৮ জন মেয়ে। এর মধ্যে পাস করেছে ২৯ হাজার ৯১৭ জন। উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৪০৩ জন ছেলে এবং ১৫ হাজার ৫১৪ জন মেয়ে। পাসের হার এবং জিপিএ তে খুলনা এবার যশোর বোর্ডের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।