সরকারি ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে প্রশাষন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটেছে দুই বাহিনীর সাবেক প্রধান। তাদের আয়ের সাথে সম্পদ দেখে বিশ্ববাসি বিস্মৃত হয়েছে। ২০১৪ ও২০১৮ সালের জাতীয় নির্বাচনে সরকারের অনুকূলে রায় দেয়ার জন্য সাবেক পুলিশ প্রধান ন্যাক্কারজনক ভূমিকা রাখে। জেলায় জেলায় অসাধু আজিজ ও বেনজিরদের খুঁজে বের করার দাবি জানিয়েছে নাগরিক ঐক্য।
শনিবার (১ জুন) বিকেলে স্থানীয় একটি হোটেলে দলের সদর থানা ও নগর শাখার যৌথ সভায় নেতৃবৃন্দ এ আহবান জানান। সভায় উল্লেখ করা হয়, গণমাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজিরের দেশত্যাগের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। এর পেছনে কোন কালো হাত রয়েছে। ঝিনাইদহের সংসদ সদস্য আনারুল আজিম আনারের আয় বহির্ভুত সম্পদ জব্দ করার জন্য নেতৃবৃন্দ দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকার সংসদে একাধিক আনারুল আজিমকে পুষছে। তাদেরও সম্পদের হিসাব দিতে
হবে।
সিনিয়র সদস্য কাজী আমিনুর রহমান সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর সদস্য সচিব, কাজী মোতাহার রহমান বাবু, মোল্লা আব্দুর রহমান, শেখ মাহমুদ হাসান, সুলতানা পারভিন চুমকি, খন্দকার ওয়াহিদুজ্জামান সোহাগ, এস এম সেলিম রেজা বকুল, মোঃ আনিসুদ্দিন গাজী, ডাঃ ওবায়দুল্লাহ, আবু তালেব গাজী মিন্টু, জাহাঙ্গীর হোসেন ফারাজি প্রমূখ।
আগামী ১৩ জুলাই বেলা ১১টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দলের খুলন নগর শাখার প্রথম সম্মেলন সফল করার আহবান জানানো হয়। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন, দলের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক সহসভাপতি মাহামুদুর রহমান মান্না। গতকালের অনুষ্ঠানে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মোঃ ওমর ফারুক নাগরিক ঐক্যে যোগদান করেন।