ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা জেলা শাখার মাসিক সভা গতকাল বৃহস্পতিবার বাদ আসর নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ জেলা কার্যলয়ে জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোহাঃ মুজিবুর রহমান, মাওঃ মোঃ আবু সাইদ, আলঃ জাহিদুল ইসলাম, আলঃ মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোঃ মাহবুবুল আলম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা মোঃ হারুনুর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এস কে নাজমুল হাসাান, মোহাম্মাদ হুমায়ুন কবির ,মাওলানা মোহাঃ আসাদুল্লা হামিদী ,মোঃ হায়দার আলী, মোঃ মেহেদী হাসান, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোহাঃ ইউসুফ আলী, শেখ মোহাঃ রওশনআলী,ইঞ্জিনিয়ার মোহাঃ সারোয়ার হোসাইন, মোহাঃ শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সভায় খুলনা জেলার আওতাধীন সকল উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনিক কাজকে আরো বেগবান করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।