প্রদীপ মণ্ডল :: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারী উপজেলার সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। আগামী ১৭ অক্টোবর নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা হওয়ার পর থেকে উপজেলার ৭ ইউনিয়নের একাধিক সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্তত ৬ জন আওয়ামী লীগ নেতা নির্ধারিত ভোটারদের সমর্থন ও মন জয় করার লক্ষে প্রচারণা চালাচ্ছেন। একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, দক্ষিণ বঙ্গের উন্নয়নের রূপকার ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের দোয়া ও সমর্থন পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বছরই প্রথম বারের মত প্রত্যেক উপজেলা থেকে একজন জেলা পরিষদ সদস্য মনোনিত হবেন নির্বাচন কমিশনের এমন ঘোষণার পর থেকে সম্ভাব্য এ সকল প্রার্থীরা উপজেলার ৭ ইউনিয়নের ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সাথে কুশল বিনিময় ও ভোট চাওয়া শুরু করেছেন। সম্ভাব্য এ সকল প্রার্থীদের মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য, একাধিক সাবেক ইউপি চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতাসহ উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাও রয়েছেন।
জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চিতলমারী সদর ইউনিয়নেই রয়েছেন ৩ জন প্রার্থী। এ ছাড়াও চরবানিয়ারীতে ১ জন, সন্তোষপুরে ১ জন ও বড়বাড়িয়া ইউনিয়নে ১ জন করে মোট ৬ জন প্রার্থী জেলা পরিষদের সদস্য হওয়ার জন্য বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। চিতলমারী সদর ইউনিয়নের প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মকবুল হোসেন মুন্সী ও সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটো সর্দার। বড়বাড়িয়া ইউনিয়ন থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওহিদুজ্জামান পান্না। এদিকে সন্তোষপুর ইউনিয়ন থেকে প্রচারণা চালাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সদস্য, হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও ঢাকা জজ কোর্টের আইনজীবী শম্ভুনাথ রায়। অপর দিকে চরবানিয়ারী ইউনিয়ন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রচারণ্ াচালাচ্ছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের কার্য-নির্বাহী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল। তবে সম্ভাব্য সকল প্রার্থী প্রচারণা চালালেও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের চূড়ান্ত অনুমতি না মিললে তাঁরা নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যপারে অভিমত ব্যক্ত করেণ।
এ ব্যাপারে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীন জানান, কেবল মাত্র জেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য রারিখ ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদ সদস্য মনোনয়নের বিষয়ে এখন পর্যন্ত কোন প্রকার দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।