নগরীর স্টেশন রোডস্থ খুলনা জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১২১২)’র সভাপতি নাছির খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ এলাকা ভিত্তিক সকল মসজিদে এর আয়োজন করা হয়। খুলনা জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর আয়োজন করে। নাছির খান বুধবার বিকেল ৫টায় স্থানীয় একটি ক্লিনিকে দুরারগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।
তার মুত্যুতে ৩দিনের কর্মসূচির মধ্যে ছিল বৃহস্পতিবার কালোব্যাজ ধারণ এবং আগামীকাল রোববার বাদআসর ইউনিয়ন কার্যালায় কোরআনখানি ও দোয়া মাহফিল। এজন্য রোববার সকল প্রকার মালামাল আমদানী ও রপ্তানী বন্ধ থাকবে বলে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম শফি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি