জোসেফিয়ান ডে-২০২৩ এর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন জোসেফিয়ান সেখ সালাহউদ্দিন জুয়েল (এম পি) ব্যাচ-৮১।
এ সময় তিনি জোসেফিয়ান এ্যালামনাই এর খোজ খবর নেন, জোসেফিয়ান প্রবীণ পল্লী, জোসেফিয়ান ল-ইয়ার্স ফোরাম, জোসেফিয়ান ডক্টরস্ ফোরাম এবং জোসেফিয়ান ইঞ্জিনিয়ার্স ফোরাম গঠনে সাধুবাদ জানান এবং ০৬ জানুয়ারী ২০২৩ ইং তারিখ জোসেফিয়ান ডে-২০২৩ এর অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকল জোসেফিয়ান ভাইদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে আগামী ০৬ জানুয়ারী স্কুলের ৮৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের আহবান জানান। পাশাপাশি সকল জোসেফিয়ানকে জানান অগ্রীম নব-বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
এসময় উপস্থিত ছিলেন গৌতম লষ্কর, মেজর অবঃ শাহীন চৌধুরী, টুলটুল কাজী, মোঃ মিজানুর রহমান খান ও তৌফিক টুলু।