একনাগাড়ে দীর্ঘদিন দাম বাড়তে থাকার পর অবশেষে পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে ভারতে সরকার। উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্তের ঘোষণার পরপরই দেশটিতে লিটারপ্রতি পেট্রলের দাম পাঁচ রুপি এবং ডিজেলের দাম ১১ রুপি করে কমেছে।
টানা জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশটির সরকার বেশ চাপের মুখে ছিল। সম্প্রতি দেশটিতে ২৯ বিধানসভা ও ৩ লোকসভা আসনের নির্বাচনেও যার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে ডিজেল ও পেট্রোল বিক্রি হয়েছে। তবে দেশটির রাজ্যভেদে ডিজেল-পেট্রলের দামও কিছুটা ভিন্ন।
এর আগে বুধবার (৩ নভেম্বর) রাজধানী নয়া দিল্লিতে লিটারপ্রতি পেট্রল বিক্রি হয়েছে ১১০ রুপি দরে অন্যদিকে ডিজেলের দাম ছিল ৯৮ রুপি। একই দিনে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পেট্রল বিক্রি হয় ১১৬ রুপি দরে এবং ডিজেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১০৬ রুপিতে।
দাম কমানোর ঘোষণার পর বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে দিল্লিতে পেট্রল ১০৫ রুপি এবং ডিজেল ৯৩ রুপি দরে বিক্রি হচ্ছে। তবে মুম্বাইয়ে পেট্রল বিক্রি হচ্ছে ১১১ রুপি এবং ডিজেল লিটারপ্রতি ১০১ রুপি। এছাড়া পশ্চিমবঙ্গে দাম কমে পেট্রল বিক্রি হচ্ছে ১০৪ রুপি দরে এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯ রুপিতে।