কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের ঔষুধ তত্বাবধায়কের সঙ্গে কোটচাঁদপুর ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা করা হয়। সংগঠনের সভাপতি সোহরাব হোসেন সরদার সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের ঔষুধ তত্বাবধায়ক নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারন সম্পাদক
তবিবুর রহমান বিপলু,সহসভাপতি হাসানুজ্জামান ডাবলু। এ ছাড়া উপস্থিত ছিলেন হাসান মেডিকেলের মালিক
হাসান,সরকার ফার্মেসীর প্রভাষক তপন সরকার,আমাদের ফার্মার হুমায়ুন আহম্মেদ,মেডিসিন কর্ণারের রনি দত্ত। সভায় উপস্থিত সকলে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এরপর ঔষুধ তত্বাবধায়ক সবাইকে আশ্বস্থ করে বলেন আপনার আমার তিনটা কথা শুনলে কাউকে জরিমানা দিতে হবে না। যার মধ্যে ডেড এক্সপায়ারি ঔষুধ,ঔষুধের সেম্পু ও রেজিস্টার মেইন-টেইন করা।