সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে ইঞ্জিনিয়ারিং কলেজ অধ্যক্ষ অবরুদ্ধ : পলিটেকনিকে ক্লাসের দাবিতে সড়ক অবরোধ | চ্যানেল খুলনা

ঝিনাইদহে ইঞ্জিনিয়ারিং কলেজ অধ্যক্ষ অবরুদ্ধ : পলিটেকনিকে ক্লাসের দাবিতে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধিঃশিক্ষার্থীদের স্থগিত ফলাফল প্রকাশ, রেজিস্টেশন বিভাগে দক্ষ জনবল নিয়োগসহ ৪ দফা দাবীতে ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। অপরদিকে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের ক্লাস চালুর দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একাডেমীক ভবন ও কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে গত শিক্ষাবর্ষ ও চলতি শিক্ষাবর্ষের ৮ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত হয়েছে। এতে চরম অনিশ্চয়তার মধ্যে আছে ভূক্তভোগী শিক্ষার্থীরা। এ নিয়ে বারবার প্রতিষ্ঠান প্রধানের কাছে বলা হলেও তিনি সমাধান করার উদ্যোগ নেননি। যে কারণে তারা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে।

পরে পুলিশের সহযোগিতায় অধ্যক্ষ উদ্ধার হলে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মহিবুল ইসলাম। অপরদিকে- ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের ক্লাস চালুর দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা জানান, পলিটেকনিক ইনস্টিটিউটে ২য় শিফটের ক্লাস নেওয়ার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের সরকারি ভাবে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী মুল বেতনের ৫০ ভাগ ভাতা দেওয়া হতো। কিন্তু দেড় বছর আগে ২০০৯ সালের বেতন স্কেলের ৫০ ভাগ দেওয়া হচ্ছে। যে কারণে শিক্ষকরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ভাতা দেওয়ার দাবীতে চলতি মাসের ১ তারিখ থেকে ক্লাস বন্ধ রেখেছে।

এতে অনিশ্চিত হয়ে পড়েছে ২য় শিফটের ৭’শ শিক্ষার্থীদের লেখাপড়া। তারা দ্রুত এ সমস্যা সমাধান করে ক্লাস চালুর দাবী জানান। মানবন্ধন শেষে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।