চ্যানেল খুলনা ডেস্কঃঝিনাইদহে বাজারে অব্যাহত রয়েছে পেঁয়াজের বাড়তি দাম। কিছু পরিমাণে নতুন পেঁয়াজ বাজারে আসলেও তা প্রভাব ফেলেনি পুরাতন পেঁয়াজের দামে।বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২শ থেকে ২শ ১০ টাকা দরে। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে গড়ে ১৬০ টাকা দরে। তবে নতুন পেয়াজের তুলনায় পুরাতন পেঁয়াজের চাহিদা অনেক বেশি থাকলেও সব ধরনের পেঁয়াজের সরবরাহ কম দেখা গেছে।
বাজারে পেঁয়াজ কিনতে আসা বাচ্চু মিয়া জানান, নতুন পেঁয়াজ অপরিপক্ব খেতে একদম ভালো লাগে না। ফলে বেশি দাম হলেও পুরাতন পেঁয়াজ কিনতে হচ্ছে।বিক্রেতা গৌরাঙ্গ বিশ্বাস বলেন, নতুন পেঁয়াজের বিক্রি নেই, বাজারেও খুব কম পরিমাণে আসছে। এক মণ কিনলে তা বিক্রি করতে আমাদের সারা দিন লাগছে। তবে পুরাতন পেঁয়াজের চাহিদা বেশি, কিন্তু সরবরাহ অনেক কম।জেলা বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খান দৈনিক অধিকারকে জানান, নতুন পেঁয়াজ এখন কম পরিমাণে বাজারে আসছে। ব্যাপকভাবে আসলে দাম কমে যাবে। হয়তো আরও ৭-১০ দিন সময় লাগতে পারে বাজার পুরোপুরি স্বাভাবিক হতে।