চ্যানেল খুলনা ডেস্কঃনিয়ন্ত্রণ হারানো ট্রাকের নিচে চাপা পড়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আসাদুজ্জামান তুহিন (২৭) ও আসলাম (৪২) নামে দুইজন পথচারী নিহত হয়েছেন। নিহত আসাদুজ্জামান তুহিনের গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলায়। এছাড়া নিহত অপর পথচারী আসলাম পিরোজপুরের কালীগঞ্জ গ্রামের রোসনের ছেলে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার কড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ দৈনিক অধিকারকে জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি ট্রাক কালীগঞ্জ থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি বারোবাজার এলাকার কড়ইতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে আসাদুজ্জামান তুহিন নামে একজন পথচারী নিহত হয় এবং অপর পথচারী আসলাম গুরুতর আহত হয়।
পরবর্তীকালে আসলামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পথচারী আসলামের মৃত্যু হয় বলেও নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।