মার্কিন ক্যাপিটল ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবে টানা ৫ ঘণ্টা টয়লেটে আটকে থাকতে হয়েছে কংগ্রেসওমেন গ্রেম মিংকে। বুধবার তিনি একটি সেলফি টুইট করেন। শিরোনাম দেন ‘ডাই’।
একই সময় কংগ্রেস ভবনে উপস্থিত রাজনৈতিক কলামিস্ট জেমি স্টাইম বলেছেন, ‘মনে হচ্ছিল কারও হাতে কোনো নিয়ন্ত্রণ নেই।’ বিবিসি, সিএনএন। গ্রেম মিংয়ের সেলফিতে মাস্ক পরে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। টানা ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়।
‘দরজার বাইরে বিদ্রোহীরা ইউএস, ইউএস বলে চিৎকার করছিল, তাদের তাণ্ডবে আমি খুব ভয় পেয়েছিলাম, তবে আমি এখন নিরাপদে আছি, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।’ জেমি স্টাইম বলেন, আমি আমার বোনকে বলেছিলাম আজ খারাপ কিছু ঘটতে যাচ্ছে। খুব খারাপ কিছু।
ক্যাপিটল ভবনের বাইরে ট্রাম্পের কিছু বেপরোয়া সমর্থকের মুখোমুখি হই। তাদের সবাই পতাকা উড়াচ্ছিল ও ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছিল। ধীরে ধীরে একটি সমস্যা তৈরি হচ্ছিল।
আমি প্রতিনিধি পরিষদের প্রেস গ্যালারিতে ঢুকে যাই। অধিবেশন দ্বিতীয় ঘণ্টায় গড়ালে হঠাৎই আমরা কাচ ভাঙার আওয়াজ শুনতে পেলাম। বাতাস ধোঁয়াচ্ছন্ন হতে শুরু করল। ক্যাপিটল ভবনের পুলিশের পক্ষ থেকে ঘোষণা এলো, এক ব্যক্তি ভবনে ঢুকে পড়েছে। এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ছিল।
মনে হচ্ছিল কারও হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশ ভবনের নিয়ন্ত্রণ হারিয়েছে, যে কোনো কিছু ঘটে যেতে পারে। একটি গুলি চলেছিল। চেম্বারের ভেতরে তখন বিক্ষোভকারী আর পুলিশের মুখোমুখি অবস্থান। দরজায় পাঁচজন লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে। ভয়ানক একটা অবস্থা চলছিল। এটি ছিল জনগণের মতামতকে ছোট করা। এ কারণেই স্পিকার অধিবেশন চালিয়ে যেতে চেয়েছিলেন।