টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা পরিস্থিতিতে দোকান বন্ধ থাকায় ৩৮ জন ভিক্ষুক, বৃদ্ধ, রিক্সা,ভ্যানচালক, ছোট চায়ের দোকান, দিন-মজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ২৮ মার্চ বিকাল ৩ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বর্ণি ইউনিয়নের সিঙ্গীপাড়া ও বর্ণি বাজারে অতিদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বর্নি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম (বাদশা)
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি পিয়াজ, আধা কেজি লবন ও ৫০ গ্রাম শুকনা মরিচ।
এ সময় বর্ণি ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর ফরাজী, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইবাদুল শেখ, আলেয়া বেগম মহিলা সদস্য, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আমানত বিশ্বাস, বর্ণি ইউনিয়ন গ্রাম পুলিশ আনার উদ্দিন শেখ, মোঃ সোহেল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।