বাগেরহাট জেলার ফকিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিক-আপের ধাক্কায় দুই হেলপার নিহত হয়েছে। সোমবার ৬ মার্চ ভোরের দিকে খুলনা ঢাকা মহাসড়কে উপজেলার মুলঘরের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বালি ভর্তি ট্রাকের পিছনে মাছ ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে মোল্লাহাট থানা হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনায় নিহতরা হলেন খুলনার খালিশপুর এলাকার নুর হাসানের ছেলে পিকআপ ভ্যানের হেলপার ইমন হাসান (২১) এবং চিতলমারীর কলিগাতি গ্রামের ওহিদুল শেখের ছেলে রিয়াজ শেখ (২২)।
পুলিশ জানায়, সােমবার ৬ মার্চ ভাের ৪টার দিকে উপজেলার মুলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় বালিভর্তি একটি ট্রাক দাড়িয়েছিল। এসময় চট্রগ্রাম থেকে আসা খুলনাগামী মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান ওই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক ও পিকআপ ভ্যানের দুই হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
মােল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখার পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন পুর্বে খুলনা ঢাকা মহাসড়কের ওই কাকডাঙ্গার মোড় এলাকায়ই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।
খুলনা ঢাকা মহাসড়কে যত দুর্ঘটনা ঘটে তার বেশীরভাগই ঘটে থাকে ফকিরহাট উপজেলা অংশের বিভিন্ন এলাকায়।