সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দেয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নামে একটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার।
টুইটারের এক মুখপাত্রের দাবি, এই অ্যাকাউন্ট থেকে তাদের নীতিবিরোধী কাজ করা হয়েছে। যে কারণে সেটি বন্ধ করে দেয়া হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।
টুইটার জানিয়েছে, খামেনির যে অফিশিয়াল অ্যাকাউন্ট রয়েছে সেটি এখনও সচল রয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে খামেনির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খামেনির ওই অ্যাকাউন্টে শুক্রবার পোস্ট করা একটি ছবি এবং সেই সঙ্গে হুমকির বার্তা ঘিরেই শুরু হয় বিতর্ক। ওই অ্যাকাউন্টে এক গলফ খেলোয়াড়েরর ছবি পোস্ট করা হয়েছে। যাকে দেখতে অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই।
তাকে একটি ড্রোন থেকে হামলা করার ছবি ওই অ্যাকাউন্টে পোস্ট করার এক ঘণ্টা পরই শুক্রবার খামেনির নামে করা অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় টুইটার।
আমেরিকার ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির বদলা নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল অ্যাকাউন্টটি থেকে।