খুলনায় ঠিকাদারের ফাঁকা ছোড়া গুলিতে লামিয়া খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। লামিয়া সরকারি ইকবালনগর বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও মিস্ত্রিপাড়ার জামাল হোসেনের মেয়ে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি নগরীর বাবু খান রোডের সংস্কারের কাজ পেয়েছেন মিস্ত্রীপাড়ার বাসিন্দা ঠিকাদার ইউসুফ আলী সরদার। তাকে কিছু দুষ্কৃতকারীরা এই কাজটির বিক্রি বা চাঁদা প্রদানের জন্য চাপ দিচ্ছিল। শুক্রবার সকালে তারা কয়েকজন ইউসুফ আলীর বাড়িতে আসে। তাদের সাথে কথাকাটির এক পর্যায়ে ইউসুফ আলী সরদার তাঁর নিজস্ব অস্ত্র দিয়ে তাদের ভয় দেখানোর জন্য গুলি করেন। যার একটি গুলি লক্ষচ্যুত হয়ে পাশের বাড়ির ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া লামিয়ার পায়ে লাগে।
কেএমপির মূখপাত্র কানাই লাল সরকার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। ফলে এ বিষয়ে এখনই কিছু মন্তব্য করা যাচ্ছে না।