সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
ডাঃ রাকিব খানের মৃত্যুতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হতাশা, ক্ষোভ ও শোক | চ্যানেল খুলনা

ডাঃ রাকিব খানের মৃত্যুতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হতাশা, ক্ষোভ ও শোক

খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন এক যুক্ত বিবৃতিতে বলেন, বাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ, খুলনার গল্লামারীস্থ রাইসা ক্লিনিকের মালিক খুলনায় “গরীবের ডাক্তার” হিসাবে খ্যাত ডাঃ আব্দুল রাকিব খান গত ১৫ই জুন’২০২০ রোগীর স্বজনদের হামলায় আহত হয়ে আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৬ই জুন’২০২০ মৃত্যুবরণ করেন। তাঁর এই মৃত্যুতে গভীর দুঃখ, হতাশা ও শোক প্রকাশ করে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গল্লামারী পুলিশ বক্সের লাগোয়া রাইসা ক্লিনিক, সেখানেই প্রশাসনের নাকের ডগায় জনৈকা রোগীর উত্তেজিত স্বজনদের নির্মম হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করলেন একজন নিরঅহঙ্কারী পরোপকারী স্বনামধন্য চিকিৎসক, যিনি এলাকায় “গরীবের ডাক্তার” নামে খ্যাত। তাঁরা ডাঃ আব্দুল রাকিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেণ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, বাংলাদেশে আজ আইনের শাসন নেই বলেই গুণ্ডা-মাস্তান, দুবৃত্তরা দূর্বিনীত হয়ে উঠেছে এবং তাদের হাত থেকে কেউই নিরাপদ নয়, যার প্রকৃষ্ট উদাহরণ ডাঃ রাকিবের এভাবে অকালে চলে যাওয়া।
করোনাকালীন এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তারগণ যেখানে রোগীদের সেবা দিচ্ছেন সেখানে সরকার ডাক্তারসহ সকল পেশাজীবি সর্বোপরি নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
তাঁরা অবিলম্বে ডাঃ রাকিবের হন্তাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানান এবং ডাক্তার, নার্সসহ সকল পেযাজীবিদের সর্বোপরি নাগরিকগণের নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবী জানান।
বিবৃতি দাতাগন হলেন: খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মহানগর বিএনপির উপদেষ্টা জাফরউল্লাহ খান সাচ্চু, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, সহ-প্রচার সম্পাদক কেএম হুমায়ুন কবির, ইকরামুল কবির মিল্টন, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেহিবুল হাসান নেহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, কাউন্সিলর মাজেদা খাতুন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন প্রমূখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

জনসম্পৃক্ততায় বিঘ্ন সৃষ্টিকারী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের ব্যাপারে বিএনপি ‘জিরোটলারেন্স’

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবির

প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলার গ্যাস খুলনায় অগ্রাধিকার ভিত্তিতে না দিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব রঙিন আকাশে উৎসবমুখর শিক্ষার্থীরা

তারুণ্যের কণ্ঠ একত্রে গর্জে উঠলো গ্র্যান্ড ফিনালেতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।