চ্যানেল খুলনা ডেস্কঃফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার নাখালপাড়া এলাকা থেকে খুলনা থানা পুলিশের একটি টিম শাহীন রহমান (৪২) নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহিন রহমান যতটানা পরিচিত সাংবাদিক হিসেবে তার চেয়ে বেশি পরিচিত খুলনার রাজনৈতিক হত্যাকান্ডের মাষ্টার মাইন্ড হিসেবে । ফাঁসিতে নিহত এরশাদ শিকদারেরসহ যোগি হওয়ায় ৪নং ঘাটের দপ্তরে শাহিন রহমানের নিয়মিত যাতায়েত চিলো ওপেন সিক্রেট ।
শুক্রবার বিকেলে তাকে খুলনা সদর থানায় আনা হয়। এর আগে সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শাহীন রহমান খুলনা মহানগরীর বাগমারা মেইন রোড এলাকার ২নং রোডের ৯৫ নম্বর বাড়ির আব্দুর রহমান চৌধূরীর ছেলে। তিনি ‘প্রথম সময়’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক।
খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, তার বিরুদ্ধে খুলনা থানা ও আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে দু’টি মামলা রয়েছে।
জানা গেছে, ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম হাবিব বাদী হয়ে ৯ আগস্ট শাহীন রহমানের বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার ব্যুরো প্রধান এস এম হাবিবের ছবিসহ তাকে নিয়ে শাহীন রহমান নিজের ফেসবুকে জায়গা-জমি সম্পর্কিত বিষয় নিয়ে আপত্তিকর একটি পোষ্ট দেন। এতে করে সর্বমহলে তার মানহানি হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় তিনি মামলাটি দায়ের করেন।
মামলায় আরও বলা হয়, শাহীন রহমান তার ফেসবুকে খুলনার বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সম্মানী ব্যক্তিদের নিয়ে নানা ধরনের আপত্তিকর পোষ্ট দিয়ে ব্লাক মেইল করে । এবং পরবর্তীতে ঐসব বড় বড় ব্যাবসায়ী রাজনীতিকদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় ।
আরো জানাগেছে, শহিন রহমানের ব্লাক মেইলিংর খপ্পরে পড়ে যদি কোন ব্যাবসায়ী রাজনৈতিক ব্যাক্তি তাদের নিয়মিত দিতে হয় মোটা অংকের অর্থ । আর এই অর্থ না দিলে বা বিলন্বে দিলেই শহিন রহমান ভুক্তভোগিদের বিভিন্ন আশপাশের লোকদের জানিয়ে দেয় ঔমুক টাকা পাঠায়নি তার রির্পোট আবার ছেড়ে দিবো এই বলে পুনরায় তাদের কাছ থেকে টাকা নেয় । এছাড়াও ঢাকায় অবস্থানরত খুলনার অনেক ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিদের সাথে ছবি তুলে তাদের নিয়ে পামপট্রি মার্কা রিপোট তার নিজস্ব নিউজ পোর্টাল ‘প্রথম সময়’ প্রকাশ করে ঐসকল ব্যাক্তিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়াই তার পেশা । তিনি খুলনার আন্ডার ওয়াল্ডের শীর্ষদের সাথে তার গভীর সখ্যতা রেখে ব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতেন । খুলনার অনেক রাজনৈতিক হত্যাকান্ডের সাথে জরিতদের সাথে শাহিন রহমান রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ।শাহিন রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে খুলনার রাজনৈতিক হত্যাকান্ডের অনেক অজানা তথ্য বেড়িয়ে আসবে । কেননা শহিন রহমানের রয়েছে ঐসব হত্যাকান্ডের মাষ্টার মাইন্ডের সাথেই ঘনিষ্ঠ সম্পর্ক ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুল জানান, ফেসবুকে কুৎসা রটানোর অভিযোগে শাহীন রহমান নামের এক ব্যক্তিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে খুলনায় আনা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। খুলনার ডিজিটাল নিরাপত্তা আইনে ভূয়া সাংবাদিক শহিন রহমান আটক।