সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ডিসেম্বরের মধ্যেই দেশে শতভাগ বিদ্যুত : বিদ্যুত সচিব | চ্যানেল খুলনা

ডিসেম্বরের মধ্যেই দেশে শতভাগ বিদ্যুত : বিদ্যুত সচিব

চ্যানেল খুলনা ডেস্কঃ বাংলাদেশ বিদ্যুত বিভাগের সচিব ডক্টর সুলতান আহমেদ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি অঞ্চলে বিদ্যুত পৌছে দেয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে বিদ্যুত বিভাগ সেবা সপ্তাহ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি এলাকায় আলোকিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। রামপাল পাওয়ার প্লান্ট আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। শুক্রবার দুপুরে রামপাল উপজেলার সুন্দরবন মহিলা মহাবিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত হওয়ার আহবান জানিয়ে বলেন, বিদ্যুত ব্যবহারে তোমাদের যতœশীল হতে হবে। দেশের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তার মতে, রামপাল পাওয়ার প্লান্ট উৎপাদনে আসতে আরো কিছুটা সময় লাগলেও শতভাগ বিদ্যুতায়নে কোনরূপ ঘাটতি হবেনা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক নরেশ আনন্দ। এ সময়ে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিদ্যুত সচিবের সহধর্মীনি, বিদ্যুত বিভাগের জয়েন্ট সেক্টেরি নুরুল আলম, উপ-সচিব মো: নাজমুল আবেদীন, রামপাল পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক এস সি পান্ডে, বিদ্যুত উন্নয়ন বোর্ডের সদস্য মো: জাকির হোসেন, প্রধান প্রকৌশলী মাহাবুবুর রহমান, রামপাল পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মীনি রেনুকা আনন্দ, প্রকল্প পরিচালকের সহধর্মীনি নলিনী পান্ডে, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, কোম্পানীর ডিজিএম (এইচ আর) সিদ্ধার্থ মন্ডল, ডিএম (এইই আর) তরিকুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু সহ স্থানীয় বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ও জাতির পিতাকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০জনকে পুরস্কার হিসেবে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই উপহার দেয়া হয়। এর আগে মোংলার দিগরাজ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটে’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণের বিতরণ করা হয়। অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, পানির পট এবং ছাতা তুলে দেয়া হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।