রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান মোঃ রুবায়েত হোসেন এর মাতা মেহেরুন হোসেনের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ জানুয়ারি) বাদ মাগরিব খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে রোটারী প্রেসিডেন্ট টিম ২০-২১ এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ার রোটাঃ পি পি মোঃ নুরুল ইসলাম ও রোটাঃ পিপি এ,এফ,এম মাহমুদুর রহমান কার্নি, লেফটেন্যান্ট ভগর্ণর রোটাঃ পি পি খন্দকার সাজ্জাদুল ইসলাম, রিজিয়ন এডভাইজার রোটাঃ পি পি কামরুল করিম বাবু, রোটাঃ পি পি সৈয়দ হাফিজুর রহমান, রোটাঃ পি পি ইঞ্জি: মশিউজ্জামান খান ও রোটাঃ পি পি সৈয়দ আবু সাঈদ, জোন চেয়ার রোটাঃ পি পি মোল্লা মারুফ রশীদ ও রোটাঃ পি পি শফিকুর রহমান, ডেপুটি গভর্ণর রোটাঃ পি পি আল জামাল ভ্ইুঁয়া, রোটাঃ শেখ মাহমুদ হাসান সোহেল, রোটাঃ পি পি আশীষ দে ও রোটাঃ পি পি পলাশ সাহা, এসিসট্যান্ট গভর্ণর রোটাঃ পি পি মোঃ মোস্তাফিজুর রহমান, রোটাঃ পি পি মুক্তি দাস, রোটাঃ পি পি আবু জাফর মোল্লা ও রোটাঃ পি পি মফিদুল ইসলাম টুটুল ও রোটাঃ পি পি জুয়েল, প্রেসিডেন্ট রোটাঃ এস এম নজরুল ইসলাম, রোটাঃ ডাঃ সুদেব মন্ডল, রোটাঃ মীর বরকত আলী, রোটাঃ মাহবুবুর রহমান শামীম, রোটাঃ সামশুল আরেফিন রনি, রোটাঃ কাওছার পারভেজ, রোটাঃ আলতাফ হোসেন, রোটাঃ ইঞ্জি: মোঃ নাজমুল হুদা, রোটাঃমোঃ লুতফুল কবির টিটো, রোটাঃ এস এম রেমিও হোসেন পিয়াস, রোটাঃ মোঃ আনেয়ারুল হক স্বাধীন ও রোটাঃ পিপি শেখ মোঃ মিরাজুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মোঃ আব্দুর রউফ, রোটাঃ হাসান আহমেদ মোল্লা ও রোটাঃ আলমগীর হোসেন, রোটাঃ ফেরদৌসুর রহমান পিয়াস প্রমুখ। সূত্র : প্রেস রিলিজ।