“শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এসব প্রতিপাদ্যকে সামনে রেখে,সাসটেইনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল) টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ৮মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় ডুমুরিয়ার টিপনা ভিলেস সুপার মার্কেট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদার হোসেন দিদার, ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ডুমুরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাহমুদা বেগম, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন,সমবায় অফিসার শেখ জাহিদুর রহমান, বি আর ডিবি অফিসার মিসেস নিসা, উপজেলা বাস্তবায়ন অফিসার শেখ আশরাফ হোসেন,রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা।
রীনা মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ডুমুরিয়া, খুলনা। শামীমা সুলতানা শীলু, বিভাগীয় প্রধান বিডব্লিউসিসিআই, খুলনা। হাসনা হেনা, উপপরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সফল নারী উদ্যোক্তাদের মধ্যে সুমিতা কর (কৃষি উদ্যোক্তা: ডুমুরিয়া, খুলনা), ফেরদৌসি খানম (সি এন ভি: দেবহাটা, সাতক্ষীরা), সম্পা রানী পাল (সি এন ভি: মনিরামপুর, যশোর) এবং লুৎফুন্নাহার লতা (আড়ৎদার: ভি এস এম, যশোর) তাদের সফলতার কাহিনী, অভিজ্ঞতা, ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন উক্ত অনুষ্ঠানে ২৮ জন সফল নারী উদ্যোক্তাদের তাদের কাজের সফলতার স্বিকৃতিস্বরুপ প্রধান অতিথি কর্তৃক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে সরকারী বে-সরকারী কর্মকর্তা, লিড ফার্মার, প্রকল্পের স্টাফ ছাড়াও ৩৫০ জনের অধিক কৃষক এবং কৃষানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সমাপনি বক্তব্যে ডাক্তার অতিশ কুমার বাছাড়, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিশতীয়া হায়দার শারমিন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” ১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক ৮ ঘন্টা শ্রমের দাবি। এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেপ্তার করে।
১৯০৮ সালের একই দিনে নিউইয়র্কে পোশাক শ্রমিক ইউনিয়নের নারীর আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন। ১৪ দিন ধরে এই প্রতিবাদ চলে এবং এতে প্রায় ২০ হাজার নারী শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশুশ্রম বন্দের দাবিতে তাঁরা এ আন্দোলন করেন। কর্মক্ষেত্রে এই আন্দোলন নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ।
১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান। ১৯১৩ সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করেন।
১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে “আন্তর্জাতিক নারী দিবস” হিসেবে পালনের ঘোষণা দেয়। আলোচনার পূর্বে ডুমুরিয়া উপজেলা প্রতিবন্ধী নারীদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সি আর পি সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান, মোঃ জাহিদ হাসান মোঃ রাশিদুল ইসলাম ও প্রতিবন্ধী ও নারী সংগঠনের নেতাকর্মীরা।