সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় আলোর ফাঁদে ফসল সুরক্ষা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় আলোর ফাঁদে ফসল সুরক্ষা

ডুমুরিয়া (খুলনা) পোকামাকড় ফসলের রোগ ব্যাধি বাড়িয়ে দেয়। ক্ষতিকর পোকার আক্রমণে কৃষি জমির ফসল বিনষ্ট হয়। কৃষককে তাই ফসলের মৌসুমে পোকামাকড় দমন করা জরুরি হয়ে পড়ে। ফসলের ক্ষেতে ক্ষতিকর পোকা মাকড়ের উপস্থিতি জানা যেমন কৃষকের জন্য জরুরি তেমনি ফসল বিনষ্টকারী পোকা দমনে সময়মত নানা বালাইনাশক ব্যবস্থাও নিতে হয় কৃষককে। আমাদের ফসলে রাসায়নিক বিষ দিয়েই ফসলের পোকা দমন করা হয়। কৃষি জমিতে যথেষ্ট পরিমাণে রাসায়নিক বিষ ব্যবহারের ফলে পরিবেশেরও ক্ষতি হয়। আবার কীটনাশক ঔষধ যন্ত্রের ব্যবহার আমাদের দেশী প্রজাতির মাছের বংশ বিস্তারে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে আমাদের কৃষি ও জনজীবনসহ প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। ফলে কৃষি বিভাগ ডুমুরিয়া অঞ্চলের কৃষকদের মাঝে আলোক ফাঁদ ব্যবহারের উদ্যোগী করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ফসলে পোকার উপস্থিতি জানতে আলোক ফাঁদ ব্যবহারে কৃষকদের উদ্যোগী করতে মাঠ পর্যায় কৃষকদের সন্ধ্যা রাতে সমাবেশের আয়োজন করে হাতে কলমে এ আলোক ফাঁদের ব্যবহার পদ্ধতি সম্পর্কে ধারণা দিচ্ছেন। ফলে কৃষকরা সচেতন হয়ে উঠছেন। কৃষি বিভাগ খুলনা জেলা ডুমুরিয়া উপজেলায় ২৭০টি সোলার প্যানেল কৃষকের মাঝে বিতরণ করেছেন। এসব সোলার প্যানেলের মাধ্যমে কৃষকরা ফসলের মাঠে পোকার উপস্থিতি নিরুপণের পাশাপাশি তা দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন। আর এ আলোক ফাঁদের ব্যবহারের সাথে জেলার অন্তত ১৫ হাজার কৃষক সম্পৃক্ত হয়েছেন। প্রতিদিনই নতুন নতুন কৃষক এ কাজে সম্পৃক্ত হচ্ছেন।
কাঠাল‌তলা গ্রামের কৃষক মো. হোসেন (৬৫) বলেন, “আলোক ফাঁদ ফসলের পোকার উপস্থিতি চেনা সহজ করে দিয়েছে। এতে
কোন খরচ নাই। ধান ক্ষেতে কি ধরনের পোকার আক্রমণ হয়েছে তা সহজেই জানতে পারছি। আবার আলোক ফাঁদের মাধ্যমে পোকা দমন করতে পারছি। আলোক ফাঁদ পোকা দমনের একটি সহজ উপায়। যথাযথভাবে ব্যবহার করতে পারলে ফসলে কীট নাশকের মাত্রাও কমে যাবে আশা করছি। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন বলেন, ক্ষতিকর পোকা, আলোক ফাঁদ ধান ক্ষেতে পোকা দমনে একটি সহজলভ্য পদ্ধতি। পোকামাকড় লোক স্পর্শী বলেই সহজে আলোক ফাঁদে আটকে যায়। ধানের পোকার উপস্থিতি বুঝে কৃষক তা দমনের ব্যবস্থা নিতে পারছে। ফলে মাত্রাতিরিক্ত কীট নাশমক ব্যবহারও কমছে।
আলোক ফাঁদ ব্যবহারে উপকূলের ধানক্ষেতে এবার পোকা মাকড়ের আক্রমন কম। আলোক ফাঁদ উপকূলের কৃষকের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।”
এ ব্যাপারে  ডুমুরিয়া উপজেলার‌ কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসেন বলেন, “ফসলের মাঠে এখন ধানের কুশী বের হওয়ার সময়। এসময় ধানের খোলসে দুধ আসে। ক্ষতিকর পোকারা তা শুষে নেয়। এতে ফসল অপুষ্টিতে ভুগে কৃষকের ফসল মার খায়। তাই পোকা দমন অত্যন্ত জরুরি। আলোক ফাঁদের মাধ্যমে মূল ধান ক্ষেতে পোকার উপস্থিতি নির্ণয় করা হয়। এছাড়া ক্ষতিকর অনেক পোকাও দমন হয়। এটি পরিবেশবান্ধব একটি পোকা দমন প্রক্রিয়া। এলাকায় কৃষকরা আলোক ফাঁদ ব্যবহার করে ফসল সুরক্ষা করতে পারছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় দ্বিতীয় দিনের মত ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি চলছে

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।