ডুমুরিয়া (খুলনা)২০২১-২২ অর্থ বছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুন) সকাল ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিতহয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন ওরফে তুহিন সভাপতিত্বে উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হুসাইন, উপ-সহকারী কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র রায়, , অমিত বিশ্বাস ,ডুমুরিয়া উপজেলা আদর্শ কৃষক আবু হানিফ মোড়ল, মনিষা মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে ।দিনব্যাপী উক্ত সেমিনারে উপজেলার ৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। সেমিনারে কৃষকদেরকে প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আবহাওয়ার আগাম পূর্বাভাস দেওয়া হয় এবং কৃষকদের করণীয় বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়।
কৃষকদেরকে মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের করণীয় বিষয় জানিয়ে দেওয়া ও অবহিত করা হয়। কৃষকদের আবহাওয়ার আগাম সতর্কবার্তা অনুযায়ী নিজেদেরকে ব্যবস্থা নেওয়া এবং অন্যান্যদের এবিষয়ে পরামর্শ দেওয়ার বিষয়ে তাদের সচেতনতা সৃষ্টি করা হয়।