বুধবার ও বৃহস্পতিবার ডুমুরিয়ার মৎস্য ফার্মপ্রশিক্ষন কেন্দ্রে ২ দিন ব্যাপী ডুমুরিয়ায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট ক্লাস্টার মোবিলাইজেশন কম্পোনেন্ট ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ বিষয়ক প্রশিক্ষণ ২ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বক্তব্য রাখেন ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক,, আশিকুর রহমান,অন্তিমা গোলদার, নিজাম উদ্দিন সহ ক্লাস্টারের ২৫জন মৎস্য চাষী, এর হলেন শেখ মাহতাব হোসেন, ফরহাদ হোসেন, শেখ নজরুল ইসলাম, শেখ জাহাতাব হোসেন, সালেহা খাতুন,নাছিমা বেগম, আফজাল হোসেন মোল্লা,নাজমুল হুসাইন, শেখ সাইদুর রহমান ইমন, শেখ শহিদ, আমিনুর রহমান সরদার, আব্দুর রাজ্জাক গাজী , শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ শরিফুল ইসলাম, ইরাদ আলী গাজী, ফারজানা ইয়াসমিন হিরা,রেহেনা বেগম,ছালিমা বেগম, শেখ শরিফুল ইসলাম, রেজাউল শেখ, আবুল হাসান, শেখ সোহাগ, আব্দুল হাকিম, গাজী নাসির
উদ্দিন, নাজমা বেগম,অংশগ্রহণকারী ক্লাস্টার অন্তর্ভূক্ত চাষীগণ।
প্রশিক্ষণে ২৫টি মৎস্য ঘেরে পাশাপাশি থাকতে হবে,২৫ নিয়ে একটি সংগঠন করতে হবে, ভেড়ী কম পক্ষে ৩ফুট বেড়ীবাঁধ থাকতে হবে, ঘেরে কোন গাছ থাকতে পারবে না, ঘের ভালো করে শুকাতে হবে,ঘেরে চুন প্রয়োগ করতে হবে, ৩ফুট পানি থাকতে হবে, ভায়রাজ মুক্ত রেনু পোনা ছাড়তে হবে, উন্নত মানের খাবার ঘেরে প্রয়োগ করতে হবে, ঘেরের বাস্তবায়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, ডুমুরিয়া খুলনা এবং সলিডারিডাড।