ডুমুরিয়া বাজারে বিসমিল্লাহ অফিসের মালিক মো. হাবিবুর রহমান চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করায় রবিবার বিকাল ৫টায় তাকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। দণ্ডিত ব্যক্তির মো. হাবিবুর রহমান তিনি ডুমুরিয়া বাজারে দীর্ঘদিন ধরে চিংড়ি মাছ বিক্রি করে আসছেন।
ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান বলেন, ডুমুরিয়া বাজারে কিছু ব্যবসায়ী মাছে জেলি পুশ করে অবৈধভাবে ব্যবসা করছেন। রবিবার বিকালে এমন একটি গোপন তথ্য পাই। এর ভিত্তিতে বাজারে একটি অভিযান পরিচালনা করি।
পরে বিসমিল্লাহি ফিস মাছঘরে চিংড়ি মাছে জেলি দেয়ার ঘটনার সত্যতা পেয়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দোকানের জেলিযুক্ত মাছ ধ্বংস করা হয় সবার সামনে।
মো. হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সিরিঞ্জ দিয়ে জেলি পুশ করে চিংড়ি মাছ বিক্রি করে আসছিলেন। ভবিষ্যতে এমন ধরনের কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেছেন তিনি। এ জন্য তাকে শুধু জরিমানা করে সাবধান করা হয়েছে। উল্লেখ্য পুশকৃত৫কেজি চিংড়ি বিনষ্ট করা হয়েছে ।