সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ছাদ বাগানে মালটার‌ চাষ করে তাক লাগিয়ে দিয়েছে সাংবাদিক মাহতাব | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ছাদ বাগানে মালটার‌ চাষ করে তাক লাগিয়ে দিয়েছে সাংবাদিক মাহতাব

খুলনার ডুমুরিয়ায় বাড়ির ছাদে পুষ্টি বাগান করে এলাকায় সাড়া ফেলেছেন সাংবাদিক শেখ মাহতাব হোসেন তিনি ছাদে টবে, ড্রামে, ফলের প্লাস্টিকের বাক্সে ও ইটের হালকা দেওয়ালের মাঝে অর্ধশত প্রজাতির মালটা, আমড়া, আম, কাগজি লেবু ,পেয়ারা
,চুইঝাল, ছিলটেস লেবু,আদা,ডালিম,থীন ফল,সহ বিভিন্ন গাছের বাগান করেছেন।
বাগানে উৎপাদিত ফল নিজে খান, প্রতিবেশীদের দেন এবং অতিরিক্ত হলে বিক্রি করে বাড়তি আয় করতে পারেন।

জানা যায়, শেখ মাহতাব হোসেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা বাজারের বাসিন্দা। তিনি এই উপজেলার ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ ও অবজারভার ভোরের কাগজ ও দৈনিক জন্মভূমি পত্রিকার ডুমুরিয়া কর্মরতে আছেন। পাশাপাশি কাজের ফাঁকে নিজ বাড়ির ছাদে ফুল, ফল, শাক, সবজি, মসলা ও ফলের বাগান করেছেন। এছাড়াও ব্যাপক পরিমানে মাছের চাষ করেছেন। রয়েছে ঘেরের আইলে আম, মালটা, কমলা, ড্রাগন, পেয়ারা, আমড়া ড্রাগন ফল ও এবং
সবজির মধ্যে টমেটো, বারোমাসি শিম, লাউ। কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করে জৈব পদ্ধতিতে নিরাপদ ভাবে চাষাবাদ করেন।

শেখ মাহতাব হোসেন বলেন, আমি বেশ কয়েকবছর যাবত ছাদবাগান করেছি। আমি সারাবছরই বিভিন্ন ধরনের ফুল, ফল ও শাক-সবজির চাষ করেছি। সাংবাদিকতার পাশাপাশি এই বাগানটি গড়ে তুলেছি। ছাদে উন্নত জাতের আম, মালটা, কমলা, ড্রাগন,
পেয়ারা, আমড়া, ড্রাগন ফল সুইজার আদা, এবং সবজির মধ্যে টমেটো, বারোমাসি ,শিম, মিষ্টি লাউ, বেগুন, টমেটো, পেঁপে, আমড়া, মরিচ ও অ্যালোভেরা, ঝিঙা, মরিচ, বারোমাসি মরিচ, করলা, ডাটা, সহ বিভিন্ন শাক-সবজি, ফুল-ফল রোপণ করে চাষ
করছি।
তিনি আরও বলেন, ছাদ বাগানে উৎপাদিত ফুল-ফল ও শাক-সবজি একদিকে যেমন নিজের পরিবারের নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অন্যদেরকে ছাদ বাগান করতে উৎসাহিত করছি।

আরেক ছাদবাগানিআব্দুল লতিফ বলেন, আমি শেখ মাহতাব হোসেনের দেখাদেখি আগ্রহী হয়ে ছাদে বাগান করেছি। আমি ছাড়াও আরো অনেকে তাদের ছাদে বাগান করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্ত মোঃ ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন ও আরাফাত জামিল , উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,ও মিতা পাল পরিদর্শন করেন।

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, শহরের মতো গ্রামেও দালান তৈরী হচ্ছে। ফলে কমে যাচ্ছে চাষাবাদের জমির পরিমান। বাড়ির মালিকরা ছাদে বাগান করে বিভিন্ন ধরনের ফল, ফুল ও শাক-সবজি চাষ করে নিজেদের চাহিদা পূরণের চেষ্টা করছেন। বাড়ির ছাদে বাগান করায় ছাদের উপযুক্ত ব্যবহারের পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা মিটবে ও বাড়তি আয়ের পথ সৃষ্টি হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

রাষ্ট্রসংস্কার করা; যাতে বাংলাদেশে আর কখনোই কোন স্বৈরাচার জন্ম নিতে না পারে: চরমোনাই পীর

পাউবো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির খুলনা আঞ্চলিক কমিটির গঠন

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক ইকরামুল কবির জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

পাইকগাছায় কপোতাক্ষের ভাঙ্গনে ৪ গ্রাম বিলিনের পথে

মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিন: গোলাম পরওয়ার

বিএনপি’র নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে খুলনায় নিয়মিত আন্তর্জাতিক খেলাধুলা অনুষ্ঠিত হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।