সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় জলবদ্ধতা নিরাসন করার লক্ষে জরুরী আলোচনা সভা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় জলবদ্ধতা নিরাসন করার লক্ষে জরুরী আলোচনা সভা

জলবদ্ধতা নিরাশনের সুইচ গেটের কপাট উঠিয়ে দিতে হবে ও উপজেলার সকল নদীতে নেট পাটা উচ্ছেদ করে পানির দিতে হবে একথা বলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। তিনি আরো বলেন, আমারা কারো কোন ক্ষতি করতে চাইনা আমরা আপনাদের কে সেবা দিতে চাই, যাদের নেট পাটা দেওয়া আছে সে গুলি অতিসত্বর তুলে নেওয়ার জন্য জোর দাবি জানান।

শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশানিক সম্প্রসারণ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন, ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান, ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাসার, চেয়ারম্যান শেখ দিদার হোসেন, শেখ তুহিনুল ইসলাম তুহিন, সমারেশ মন্ডল, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মালেক, জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সাজিয়াড়া সামছুল উলুম, মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, নিহার রঞ্জন সরকার, বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরাদ হোসেন, জি এম আমানুল্লাহ, সহ আরো অনেকে অতিসত্বর ডুমুরিয়া উপজেলার সকল নদ নদীতে জলাবদ্ধতা নিরসনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য ডুমুরিয়ায় স্হায়ী জলাবদ্ধতা নিরশনে নেই কার্যকরী উদ্যোগ মাছ ও সবজিতে ক্ষতি সাড়ে ৩’শ কোটি, বোরো চাষে অনিশ্চয়ত শোলমারীর এস্কেবেটর একদিন চালু থাকলে বন্ধ থাকছে দু’দিন। বার বার তাগাদা দেওয়ার পরেও নেই জোয়ারের পানি বন্ধে কোন কার্যকরী পদক্ষেপ। ময়ুর নদী হয়ে আলুতলা সুইচ গেট দিয়ে পানি নামাতে দু’গুপ মুখোমুখি অবস্হানে। ফলে বন্ধ রয়েছে ৩টি গেট। দু’মাস ধরে বিল সিংগা, বিলডাকাতিয়া, মাধবকাঠী, মির্জাপুর উত্তর বিলসহ ২৪ বিলের কয়েক লাখ মানুষ পানিবন্দী। অনাহারে-অর্ধাহারে কাটছে তাদের জীবন।স্হায়ী জলাবদ্ধতায় নষ্ট হয়েছে দু’শ কোটি টাকার সবজী, দেড়শ কোটি টাকার মৎস্য ঘেরের মাছ। পানি না নামলে আসন্ন বোরো মৌসুমেও এসব বিলে হবে না ধান। মিলছে শুধু আশ্বাস। নেই কার্যকরী কোন পদক্ষেপ। চলতি সপ্তাহে কোন প্রকার সুরাহা না হলে হাজার হাজার কৃষক রাস্তায় নেমে বিক্ষোভে নামার ঘোষনা। সরেজমিন যেয়ে এবং বিভিন্ন দপ্তর সুত্রে এসব তথ্য জানা গেছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ইজতেমায় মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

খুলনায় সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেপ্তার

খুলনায় ৫৮ শহীদ পরিবার পেল দুই কোটি ৯০ লাখ টাকা

পদোন্নতি পেয়ে সহকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগর স্বাস্থ্যভবনে পুননির্মিত ইপিআই জোন অফিসের উদ্বোধন করেন কেসিসি’র প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।