ডুমুরিয়া উপজেলার ৪০জন ডেইরী খামারিদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রাণীসম্পাদ ও বেইলী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে খুলনা জেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে ২দিন ব্যাপী ডেইরী খামারিদের খামার ব্যাবস্তাপনায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম আইয়ুব আলী, খুলনা জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ এফ এম মান্নান কবির, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, প্রমুখ।
এর সাথে কথা হলে তিনি জানান,এ প্রশিক্ষণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে ডেইরি ফার্মের যথেষ্ট উন্নয়ন ও জনপ্রতি দুধের চাহিদা পূরণ করা আমাদের মূল লক্ষ্য।