ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রিসাইন্স লিমিটেড কোম্পানি উদ্যোগে ডিলার রিডিলারদের এক দিনের মতবিনিময় সভা। শনিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মডেল স্কুলের কক্ষে ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রিসাইন্স লিমিটেডের কৃষিবিদ সহকারী মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রিসাইন্স লিমিটেড সেল্স ম্যানেজার জহিরুল ইসলাম, ডুমুরিয়া মেসার্স কৃষি ভান্ডারের এম ডি মোঃ মনিরুজ্জামান সরদার,ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রিসাইন্স লিমিটেডের কৃষিবিদ শফিউল আবেদিন,ডুমুরিয়া উপজেলার সেল্স অফিসার মোঃ ওবাইদুর রহমান, ও মাহমুদুর রহমান প্রমুখ।
সিভাফিট চারা রোপনের ৩-৫ দিনের মধ্যে অনুমোদিত মাত্রায় ব্যবহার করুন। সিভাফিট ব্যবহারের পর জমিতে ১-২ ইঞ্চি পানি ধরে রাখুন সিডাফিট ব্যবহৃত জমির ভিতর দিয়ে অন্য জমিতে পানি নিবেন না। সিভাফিট সার বা বালির সাথে মিশিয়ে প্রয়োগ করা যায় ।ক্রস আউট চারা রোপনের ৫-১২ দিনের মধ্যে অনুমোদিত মাত্রায় ব্যবহার করুন ক্রস আউট ব্যবহারের পর জমিতে ১-২ ইঞ্চি পানি ধরে রাখুন ক্রস আউট ব্যবহৃত জমির ভিতর দিয়ে অন্য জমিতে পানি নিবেন না ক্রস আউট সার বা বালির সাথে মিশিয়ে প্রয়োগ করা যায় । ব্লেড আগাছার বয়স ২-৩ পাতা অবস্থার অনুমোদিত মাত্রার ব্যবহার করুন। ব্রেড ব্যবহারে আগে ও পরে জমি শুকনা রাখুন। ব্লেড ব্যবহৃত জমির ভিতর দিয়ে হেঁটে অন্য জমিতে যাবেন না।ব্যাবিলন এগ্রিসাইন্স গুনাগুণ সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়।