খুলনার ডুমুরিয়ায় ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার কিছু সংখ্যক অসাধু গ্রাহক ইঁদুর মারার জন্য চিকন ঘুনা তারে
বিদ্যুৎ সংযোগ দিয়ে এক ধরনের ফাঁদ (মরণ ফাঁদ) তৈরি করে যাচ্ছেন। যার ফলে একদিকে যেমন মানুষ ও পশুপ্রাণী চরমভাবে মৃত্যু ঝুঁকিতে রয়েছে, অপরদিকে বিদ্যুৎ এর অপচয় সহ সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে।
এব্যাপারে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মতিন জানান বিদ্যুৎ ব্যবহার করে এই ধরনের মরণ ফাঁদ,তৈরি করা সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এবিষয়ে সরকার কর্তৃক কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গ্রাহক সাধারণের উক্ত অবৈধ কাজ করা থেকে বিরত থাকার জোর অনুরোধ করেছেন।